নিউজবাংলা ডেস্ক:

আফগানিস্তানে গত সপ্তাহের আচমকা বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০ জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। ভেসে গেছে বহু ঘরবাড়ি। কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে এখনও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা।

আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ১৩টি প্রদেশ, বিশেষ করে উত্তরাঞ্চল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আচমকা এ বন্যায় শুধু পারওয়ান অঞ্চলেই প্রাণ হারিয়েছেন ১১৬ জন, আহত হয়েছেন ১২ জন। সেখানে এখনও অন্তত ১৫ জনের কোনও সন্ধান মেলেনি।

পারওয়ান গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকর জানিয়েছেন, দুর্গত এলাকায় এখনও নিখোঁজদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো।

গত বুধবার পারওয়ানে আচমকা বন্যা দেখা দেয়। এতে ভেসে যায় অসংখ্য বাড়িঘর।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নিয়েছেন। তাদের এ কাজে সহযোগিতা করছেন ন্যাটো সদস্যরাও। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি ও কম্বল বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here