নিউজবাংলা২৪ ডেস্ক
করোনাকালটা ভালোই কাজে লাগিয়েছেন তামিম ইকবাল। ফেসবুক লাইভে বর্তমান ও সাবেক ক্রিকেট তারকাদের হাজির করে মানুষকে আনন্দ দিয়েছেন। আবার করোনায় ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টাও করেছেন। এবার বাংলাদেশ দলের ওপেনার তামিম যুক্ত হয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে। সংস্থাটির গুডউইল অ্যাম্বাসেডর (শুভেচ্ছাদূত) হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে সোমবার (১জুন)।
এ ব্যাপারে তামিম নিজের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।’
ক্ষুধামুক্তির পথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সাফল্য অর্জন করলেও বৈশ্বিক মহামারি সে সাফল্যের পথে কাঁটা হয়ে উঠেছে। ঠিক এমন সময়েই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান তামিম, ‘যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনো প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে। চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি, যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’
ডব্লিউএফপির দূত হিসেবে সংস্থাটির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করবেন তামিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here