নিউজবাংলা ডেস্ক:

নতুন ভিপিএন ফিচার নিয়ে আসছে মোজিলার ফায়ারফক্স ব্রাউজার। ফিচারটির নামকরণ হবে ‘মোজিলা ভিপিএন’।

এদিকে ভিপিএন ফিচারটি আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা উপভোগ করতে পারবে। দেশগুলো হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ওয়েবব্রাউজারটিতে ভিপিএনের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা ও গোপনীয়তা ব্যবস্থা পাবেন গ্রাহকরা।

যা ওয়েবব্রাউজারটির ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে সীমিত আকারে রয়েছে। অন্যদিকে নিরাপত্তা ও গোপনীয়তা বিচারে মোজিলা ‘প্রোটোন ভিপিএন’ এবং ‘ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্কের’ পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here