নিউজবাংলা ডেস্ক: শিশু সাহিত্যিক আলম তালুকদার ভার্চুয়াল স্মরণসভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা,  বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং শিশুদের প্রিয় পত্রিকা ‘ছোটদের সময়’-এর উপদেষ্টা।

সদ্য প্রয়াত এই লেখক শিশুদের জন্য লিখেছেন অর্ধশতাধিক বই। যেগুলো বাংলাদেশের শিশুসাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার সাহিত্যকর্মকে ধরে রাখার জন্য  নানা উদ্যোগ গ্রহণ করা হয়। সে অনুযায়ী তার সাহিত্যকর্ম ও অবদানকে সামনে রেখে  শুক্রবার রাত ১০টায় ‘ছোটদের সময়’-এর লাইক পেজ থেকে ‘স্মরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন শিশুসাহিত্যিক ফারুক হোসেন, আমীরুল ইসলাম, আশরাফুল আলম পিনটু এবং আনজীর লিটন। অনুষ্ঠান আয়োজন করে ‘ছোটদের সময়’ পত্রিকা । সহযোগিতায় ছিল ‘বিনবিন কার্টুন’, ‘শৈশব মিডিয়া, বইপুর, দোলন ও পরিচয়।
*ছোটদের সময় লাইক পেজ :https://m.facebook.com/story.php?story_fbid=1544869379028922&id=547453272103876

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here