নিউজবাংলা ডেস্ক:
ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে আজ শুক্রবার কলকাতা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গোলাপি বলের দিবা-রাত্রির ঐতিহাসিক এ টেস্ট ম্যাচের প্রথম দিন মাঠে উপস্থিত থাকবেন তিনি।
ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত। তবে কূটনৈতিক সম্পর্কে তারা বন্ধু রাষ্ট্র। সেই বন্ধু দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ শুক্রবার ইডেন গার্ডেনে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি রাখবে কলকাতা পুলিশ। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পৃথক একটি ঘেরাটোপ বা বক্স তৈরি হচ্ছে। সেটি ঘিরে রাখবেন কমান্ডোরা। ওই বক্সে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনরা থাকবেন। বাংলাদেশের নিরাপত্তা দল ইতিমধ্যেই ইডেনের ওই বিশেষ সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব একটি নিরাপত্তা দল তার সঙ্গেই আসবে। তবে ভারতে অবস্থানকালে তার নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতেই। সাম্প্রতিককালে আর কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফরে এমন নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি।
আজ শুক্রবার ইডেনে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নামছে ভারত ও বাংলাদেশ। বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে সেই ম্যাচের উদ্বোধনে আসছেন শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান আজ শুক্রবার সকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে। এরপর সেখান থেকে তাকে নিউ টাউন, ইএম বাইপাস, পরমা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল হয়ে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেল থেকে ইডেনে পৌঁছে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেনে বেশ কিছুক্ষণ কাটিয়ে তিনি ফিরবেন হোটেলে। কয়েকটি বৈঠক সেরে সন্ধ্যায় আবার যোগ দেবেন ইডেনের নৈশভোজে। রাতেই কলকাতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে পাড়ি দেবে তার বিমান।
দেশটি পুলিশি সূত্রে জানা গেছে, সিপি-র নির্দেশ অনুযায়ী পুলিশ বিমানবন্দর থেকে আলিপুরের পাঁচতারা হোটেল এবং সেখান থেকে ইডেনের যাত্রাপথ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শেখ হাসিনার যাতায়াতের পথে থাকা উড়ালপুলের তলাতেও কড়া নজরদারি ও নিরাপত্তা থাকবে। হোটেলে থাকবেন সাদা পোশাকের পুলিশকর্মী ও কমান্ডোরা।
সূত্র: : আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here