নিউজবাংলা২৪ডেস্ক:
করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় ৩৯তম বিসিএস থেকে সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস আপনাদের জন্যে আশীর্বাদ হিসেবে এসেছে। কোভিড-১৯ এর কারণেই আপনাদের নিয়োগ দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।
বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনের অডিটোরিয়ামে এক নিয়োগদান অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই কোভিড-১৯ আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছপা হবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৫শে এপ্রিল ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলে ৭ই মে সেই নিয়োগের তালিকা আমাদের হাতে আসে। মাত্র ১০-১২ দিনেই এত বড় নিয়োগ একটি বিরল ঘটনা। খুব শিগগিরই আমাদের আরো বেশ কিছু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব নিয়োগ হলে দেশের স্বাস্থ্যসেবার মান নিঃসন্দেহে আরো বাড়বে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সারা বিশ্বে কভিড-১৯ বিভিন্ন পর্যায়ে হানা দিয়েছে।
ইউরোপ-আমেরিকায় আপনারা দেখেছেন কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here