নিউজবাংলা ডেস্ক:

এখন পর্যন্ত প্রায় ১০ লাখ একর বনাঞ্চল পুড়ে গেছে। দাবানলে মারা গেছে অন্তত ৬ জন। এদিকে, দাবানল থামাতে অস্ট্রেলিয়া ও কানাডার সাহায্য চেয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত তিন দিনে সেখানে প্রায় ১২ হাজারের বেশি বজ্রপাতের ঘটনা ঘটে। আর এসব থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, শত শত দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের মধ্য ও উত্তর ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যের ইতিহাসে শুধু উত্তর ক্যালিফোর্নিয়াতেই শনিবার বড় কয়েকটি দাবানল দেখা গেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এখানকার অবস্থা ভয়াবহ। বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা কাজ করছে। আমরা চেষ্টা করছি যাতে আগুন অন্য জায়গায় ছড়িয়ে পড়তে না পারে।

এদিকে এক সংবাদ সম্মেলনে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়া ও কানাডার সহযোগিতা চেয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here