নিউজবাংলা ডেস্ক:

বার্সেলোনা ছাড়ছেন মেসি! ক্লাব কর্তৃপক্ষকে বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যে চিঠিও দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

মঙ্গলবার রাতে এক টুইটে তিনি লিখেছেন, লিও, তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান। সব সময়ই সমর্থন থাকবে, বন্ধু।

আর পুয়োলের সেই টুইটের রিপ্লাইয়ে হাততালির ইমোজি দিয়েছেন লুইস সুয়ারেজ।

মেসির এই সিদ্ধান্তে যারপরনাই খুশি সুয়ারেজ। সমর্থন জানিয়ে যেন তিনি বলছেন, ঠিক কাজটাই করতে যাচ্ছ মেসি।

হাততালি দিয়ে মেসিকে এরূপ সমর্থন দেয়ারই কথা এই উরুগুয়ান তারকার। হয়তো এতে বার্সা কর্তৃপক্ষের ওপর ক্ষেদটাও মিটিয়ে নিলেন তিনি।

মঙ্গলবারই সুয়ারেজকে ফোন করে বার্সা থেকে বিদায় জানিয়ে দেন নতুন কোচ রোনাল্ড কোম্যান।

মাত্র এক মিনিটের ফোন কলেই ‘সাবেক’ হয়ে গেলেন সুয়ারেজ। এ কী মানা যায়!

স্প্যানিশ গণমাধ্যমের খবর, কোম্যানের এমন কথা শুনে নাকি ক্ষোভে ফেটে পড়েছেন সুয়ারেজ। বার্সার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি ছিল তার।

বার্সেলোনায় মেসির পরই সুয়ারেজের নাম নিতে হবে। বার্সার সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে সুয়ারেজের অবস্থান তিন নম্বরে। কাতালানদের হয়ে ১৯৮টি গোল করেছেন এই উরুগুয়ান স্ট্রাইকার।

আর তাকে কিনা এভাবে ফোনেই বার্তা দিয়ে ক্লাব ছাড়া করা হলো?

এমন পরিস্থিতিতে ফুটবলবোদ্ধারা মনে করছেন, মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্তে পুয়োলের টুইটে হাততালি ইমোজি দিয়ে বার্সার ওপর ক্ষোভ ঝেড়েছেন সুয়ারেজ।

অবশ্য সুয়ারেজই নন, টুইটে বার্সার ওপর পরোক্ষভাবে আক্রমণ চালালেন আর্তুরো ভিদালও।

মেসির বার্সা ছাড়ার সংবাদের কিছুক্ষণ পরেই ভিদাল টুইট করেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে বাঘ হাল ছাড়ে না, লড়াই করে।’

বার্সেলোনা পরিচালকদের নানা অন্যায়ের প্রতিবাদে মেসি যে ক্লাব ছাড়ছেন সে দাবি করেছেন ভিদাল এমন ইঙ্গিতপূর্ণ টুইটে।

মেসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার।

তিনি টুইটে লিখেছেন, নতুন ঠিকানায় মেসিকে যেতে দেয়া উচিত।

এদিকে মেসির বার্সা ছাড়ছেন সংবাদে কাতালান ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন সমর্থকরা। তারা বার্তোমেউর পদত্যাগের দাবি তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here