নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী অবস্থার সাথে পরিচিত সবাই, কিন্তু এই প্রতিদ্বন্দ্বীতা যদি হয় বিলবোর্ড চার্টে প্রথম স্থানের জন্য এবং তাও আবার কয়েক সপ্তাহ জুড়ে তাহলে তো বিশ্ব তাক লাগবেই।

সম্প্রতি টানা নয় সপ্তাহ বিলবোর্ড চার্টের শীর্ষে থেকে রেকর্ড গড়া গ্রুপ বিটিএস-এর দুই সিংগেল ‘বাটার’ এবং ‘পারমিশন টু ডান্স’ নিজেদের মধ্যে যেন প্রথম স্থান অদলবদলের প্রতিযোগিতায় নেমেছে। এই সপ্তাহে দেয়া বিলবোর্ড হট ১০০ চার্টে নিজের পূর্বের স্থান তথা প্রথম স্থানে ফিরে গেছে ‘বাটার’। ইতোপূর্বে টানা ৭ সপ্তাহ প্রথম স্থানে থাকা এই গানের ধারাবাহিকতায় বাঁধা দেয় একই গ্রুপের গান ‘পারমিশন টু ডান্স’। ‘পারমিশন টু ডান্স’ এসে ‘বাটার’-কে সোজা পাঠিয়ে দেয় সপ্তম স্থানে। সাত সংখ্যার সাথে বিটিএস-এর চিরন্তন সম্পর্কের বহিঃপ্রকাশ বলেই এই সংবাদ সাড়া তোলে ভক্তকূল আর্মিদের মধ্যে। এখানেই শেষ নয়, এ সপ্তাহে পুনরায় ‘বাটার’ যখন ‘পারমিশন টু ডান্স’-কে স্থানচ্যুত করে তখন ‘পারমিশন টু ডান্স’-এর স্থান হয় সপ্তম স্থানেই। এ যেন আসলেই সাত সংখ্যার বিটিএস-এর আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার নিদর্শন।
বিটিএস-এর নিজস্ব দুই গানের এর স্থান অদলবদলের খেলাও গড়েছে ইতিহাস। বিটিএস-ই একমাত্র আর্টিস্ট যারা নিজের গান দিয়ে নিজেদের স্থানচ্যুত করে পুনরায় পূর্বের গান দিয়ে প্রথম স্থানে ফিরেছে কোনো অন্তর্বর্তীকালীন সময় না নিয়ে।
‘বাটার’ এবং ‘পারমিশন টু ডান্স’ নিয়ে এ পর্যন্ত বিটিএস-এর পাঁচ গান অর্জন করেছে বিলবোর্ডের হট ১০০-এ প্রথম স্থান অর্জনের গৌরব। ‘ডাইনামাইট’ দিয়ে যাত্রা শুরু করে ‘লাইফ গোজ অন’ এবং ‘স্যাভেজ লাভ’ হয়ে সম্প্রতি প্রকাশিত দুই সিংগেল ‘বাটার’ এবং ‘পারমিশন টু ডান্স’ এ এসে বিলবোর্ড চার্টে রাজত্বে নিজের পাঁচ-এ এখন বিটিএস। মাইকেল জ্যাকসনের পর গত তিন দশকে এত কম সময়ে নিজেদের পাঁচের রেকর্ডও এখন বিটিএস-এর ঘরে। বিলবোর্ড হট ১০০ চার্টে মাইকেল জ্যাকসনের নিজের পাঁচের জন্য সময় লেগেছিল নয় মাস দুই সপ্তাহ আর বিটিএস নিয়েছে দশ মাস দুই সপ্তাহ।

১৯৬৩-এর পর বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে ইতোপূর্বে চার সপ্তাহের অধিক ধারাবাহিকতা ছিল না কোনো এশিয়ান আর্টিস্টের। বিটিএস এসে সেই রেকর্ড সময়ের দ্বিগুন সময় পার করছে। পরবর্তী সপ্তাহে কি চমক নিয়ে আসছে সাত সদস্যের এই বয়গ্রুপ তা এখন সময়ের জিজ্ঞাসা