নিউজবাংলা২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতি জনগণকে আস্থা ও বিশ্বাসে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ কোনো কিছুর কাছেই হার মানবে না, এমনকি করোনাভাইরাসের কাছেও নয়। শেখ হাসিনা বলেন, করোনার মতো একটা অদৃশ্য শক্তির কাছে হার মানতে হবে, এটাতো হতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা হার মানব না, মৃত্যু তো হবেই, মৃত্যু যেকোনো সময় যেকোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে? এ ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো হতে পারে না। সে জন্য আমাদেরও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি চাই আমাদের মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে।’

তাঁর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই বাহিনীর সদস্যদের সন্তানতুল্য আখ্যায়িত করে স্নেহমাখা কণ্ঠে সরকারপ্রধান তাঁদের ‘তুমি’ সম্বোধন করেন এবং বলেন, ‘তোমরা যেমন আমার নিরাপত্তার জন্য চিন্তা করো, আমিও ঠিক তোমাদের নিরাপত্তার জন্য সব সময় চিন্তা করি।’ তিনি আরও বলেন, ‘তোমরা সুরক্ষিত থাকো, সেটাই আমি চাই। কারণ, তোমাদের জীবনের মূল্যটা অনেক বেশি, তোমাদের তো ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘তোমরা নিরাপদ থাকো, সে জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। কারণ, তোমরা যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করো, তাতে তোমাদের কর্মদক্ষতায় সবাই মুগ্ধ।’ করোনাভাইরাসের প্রেক্ষাপটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে যেভাবে পালন করতে, সেভাবে হয়তো করা যাচ্ছে না। স্বাস্থ্যসুরক্ষার নিয়মটা মেনে যতটুকু উৎসব করা যায় তোমরা করবে। সেটাই চাই, কারণ, জীবন-মৃত্যু খুব পাশাপাশি।’

তিনি সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং সর্বশেষ সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুর কথা স্মরণ করে বলেন, ‘একদিকে যেমন আমরা মৃত্যুর খবর পাই, অন্যদিকে অন্য কাজও করতে হয়। এটাই আমাদের জীবন।’

এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here