নিউজবাংলা ডেস্কঃ অবশেষে সরানো হলো মিসরের সুয়েজ খালে আটকে পড়া মালবাহী জাহাজটি। স্থানীয় সময় সোমবার ভোররাতে জাহাজটি সরানো হয়। এর ফলে এক সপ্তাহ পর গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথে পুনরায় চলাচলের আশা দেখা দিয়েছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আটকে থাকা ‘এভার গিভেন’ জাহাজটিকে আজ সোমবার কূল থেকে নামানো গেছে। ফলে এটির এখন জলে চলার মতো অবস্থা তৈরি হয়েছে। গত মঙ্গলবার সকালে সুয়েজ খাল অতিক্রমের সময় প্রবল বাতাস ও ধূলিঝড়ের কবলে পড়ে ‘এভার গিভেন’। প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। ৪০০ মিটার দীর্ঘ কনটেইনারবাহী জাহাজটি সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়ে।

এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সুয়েজ খালের দুই প্রবেশমুখে সৃষ্টি হয় জাহাজ জট। জটে আটকে পড়ে তিন শতাধিক জাহাজ। তখন ইউরোপ থেকে ভারত মহাসাগরে আসতে তখন পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসা ছাড়া বিকল্প ছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here