ক্রিড়া প্রতিবেদক : অভিক আনোয়ার বাংলাদেশের জন্য বয়ে আনলো অনন্য সাফল্য। সে এ বছর ভারতে অনুষ্ঠিত “ইন্ডিয়ান টুরিং কার ন্যশনাল চ্যম্পিয়ানশীপ’ প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার অর্জন করে। এটাই তার প্রথম আন্তর্জাতিক সাফল্য।
এই প্রতিভাবান রেসার বাংলাদেশে অনুষ্ঠিত একমাত্র মোটর স্পোর্টস প্রতিযোগিতা ‘রেলিক্রস’ এ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে পরপর তিনবার বিজয় অর্জন করে। ২০১৭ সালে সে ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনশগ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করে এবং পরপর দু’বছর চেস্টার পর ২০১৯ সালের ২৩শে জুন তার স্বপ্ন সত্যি হয়।
অভিক আনোয়ার কানাডার টরেন্টো এউনিভারসিটি থেকে অর্থনীতিতে সম্মানসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
অভিক আনোয়ারের বাবা মোহাম্মাদ আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। “কার হাউজ লিমিটেড” নামে একটি গাড়ির শো রুমের মালিক তিনি।