জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় ভারতের জয়পুরে পিংক সিটিতে নিলাম শুরু হয়।
আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের শক্তি বাড়াতে এই নিলামে অংশ নেয়। ভারতীয়, অ-ভারতীয় মিলিয়ে ৩৫১ জন খেলোয়াড়ের আইপিএল-ভাগ্য নির্ধারিত হয় নিলামে।
নিলামে বিক্রি হন ৬০ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ছিলেন ২০ জন। ১০৬ কোটি ৮০ লাখ রুপির ক্রিকেটার কেনা হয়েছে এ নিলামে। সর্বোচ্চ দাম উঠেছে ভারতের জয়দেব উনাদকাট এবং বরুণ চক্রবর্তীর।
এক নজরে কে কোন দলে-
চেন্নাই সুপার কিংস
১। মোহিত শর্মা- ৫ কোটি রুপি
২। রুতুরাজ গায়কোয়াদ- ২০ লক্ষ রুপি
দিল্লি ক্যাপিটালস
১। কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)- ৬ কোটি ৪০ লাখ রুপি
২। অক্ষর প্যাটেল- ৫ কোটি রুপি
৩। হনুমা বিহারি- ২ কোটি রুপি
৪। শেরফেন রাদারফোর্ড (উইন্ডিজ)- ২ কোটি রুপি
৫। ইশান্ত শর্মা- ১ কোটি ১০ লাখ রুপি
৬। কিমো পল (উইন্ডিজ)- ৫০ লাখ রুপি
৭। জলজ সাক্সেনা- ২০ লাখ রুপি
৮। অঙ্কুশ বাইনস- ২০ লাখ রুপি
৯। নাঠু সিং- ২০ লাখ রুপি
১০। বান্দারু আয়াপ্পা- ২০ লাখ রুপি
কিংস ইলিভেন পাঞ্জাব
১। বরুণ চক্রবর্তী- ৮ কোটি ৪০ লাখ রুপি
২। স্যাম কারান (ইংল্যান্ড)- ৭ কোটি ২০ লাখ রুপি
৩। মোহাম্মদ সামি- ৪ কোটি ৮০ লাখ রুপি
৪। প্রভশিমরান সিং- ৪ কোটি ৮০ লাখ রুপি
৫। নিকোলাস পুরান (উইন্ডিজ)- ৪ কোটি ২০ লাখ রুপি
৬। ময়জেজ হেনরিকস (অস্ট্রেলিয়া)- ১ কোটি রুপি
৭। হার্ডুস ভিলজোয়েন (দক্ষিণ আফ্রিকা)- ৭৫ লাখ রুপি
৮। দর্শন নালকান্দে- ৩০ লাখ রুপি
৯। সরফরাজ নওশাদ- ২৫ লাখ রুপি
১০। আরশদিপ সিং- ২০ লক্ষ রুপি
১১। অগ্নিবেশ বাগচি- ২০ লাখ রুপি
১২। হারপ্রিত ব্রার- ২০ লাখ রুপি
১৩। মুরুগান অশ্বিন- ২০ লাখ রুপি
কলকাতা নাইট রাইডার্স
১। কার্লোস ব্র্যাথওয়েট (উইন্ডিজ)- ৫ কোটি রুপি
২। লকি ফারগুসন (নিউজিল্যান্ড)- ১ কোটি ৬০ লাখ রুপি
৩। জো ডেনলি (ইংল্যান্ড)- ১ কোটি রুপি
৪। হ্যারি গার্নি (ইংল্যান্ড)- ৭৫ লক্ষ রুপি
৫। নিখিল শঙ্কর- ২০ লাখ রুপি
৬। শ্রীকান্ত মুন্ধে- ২০ লাখ রুপি
৭। পৃথ্বী রাজ- ২০ লাখ রুপি
৮। অ্যানরিচ নর্টজে (দক্ষিণ আফ্রিকা)- ২০ লাখ রুপি
মুম্বাই ইন্ডিয়ান্স
১। বারিন্দার সিং স্রান- ৩ কোটি ৪০ লাখ রুপি
২। লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ২ কোটি রুপি
৩। যুবরাজ সিং- ১ কোটি রুপি
৪। আনমলপ্রিত সিং- ১ কোটি রুপি
৫। পঙ্কজ জশবাল- ১ কোটি রুপি
৬। রশিখ দার- ২০ লাখ রুপি
রাজস্থান রয়্যালস
১। জয়দেব উনাদকাট- ৮ কোটি ৪০ লাখ রুপি
২। ভরুন অ্যারন- ২ কোটি ৪০ লাখ রুপি
৩। ওশান থমাস (উইন্ডিজ)- ১ কোটি ১০ লাখ রুপি
৪। অ্যাশটন টার্নার (অস্ট্রেলিয়া)- ৫০ লাখরুপি
৫। লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)- ৫০ লাখ রুপি
৬। শশাঙ্ক সিং- ৩০ লাখ রুপি
৭। রিয়ান পরাগ- ২০ লাখ রুপি
৮। মানান ভোহরা- ২০ লাখ রুপি
৯। শুভন রঞ্জনে- ২০ লাখ রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১। শিভাম ডুবে- ৫ কোটি রুপি
২। শিমরন হেটমেয়ার (উইন্ডিজ)- ৪ কোটি ২০ লাখ রুপি
৩। অকশদীপ নাথ- ৩ কোটি ৬০ লাখ রুপি
৪। প্রয়াস বর্মন- ১ কোটি ৬০ লাখ রুপি
৫। হিম্মত সিং- ৬৫ লাখ রুপি
৬। গুরকিরাত সিং- ৫০ লাখ রুপি
৭। হেনরিক ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)- ৫০ লাখ রুপি
৮। দেবদুত পাদ্দিকাল- ২০ লাখ রুপি
৯। মিলিন্দ কুমার- ২০ লাখ রুপি
সানরাইজার্স হায়দরাবাদ
১। জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ২ কোটি ২০ লাখ রুপি
২। ঋধিমান সাহা- ১ কোটি ২০ লাখ রুপি
৩। মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ১ কোটি রুপি
প্রসঙ্গত, আইপিএলের ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৯ মার্চ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে।