নিউজবাংলা ডেস্ক:
আকিজ হাউজে সোমবার অনুষ্ঠিত একটি অনলাইন ইভেন্টে ‘আকিজ বোর্ড’ এর নতুন লোগো উন্মোচন করা হয়। এই ইভেন্টের মাধ্যমে ‘NOW YOU CAN’ স্লোগানকে সামনে রেখে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো আকিজ বোর্ড।
জানা গেছে, পার্টিকেল বোর্ডকে শৈল্পিকতার নতুন সরঞ্জাম হিসেবে সবার সামনে তুলে ধরতেই আকিজ বোর্ড নিয়ে এসেছে অনন্য সব ডিজাইন এবং সুবিধাজনক বিভিন্ন সাইজের বোর্ড। এখন সর্বস্তরের ভোক্তা, আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনাররা তাদের কল্পনা এবং সৃজনশীলতাকে উন্মুক্ত করতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের আকিজ বোর্ড এর সঙ্গে। লোগো উন্মোচন অনুষ্ঠানের পর আকিজ বোর্ড-এর ‘স্বয়ংক্রীয় প্যানেল স’ মেশিন হস্তান্তর করা হয়। এসময় বোর্ড ফার্নিচার ওয়ার্কশপ মালিকদের অত্যাধুনিক প্যানেল স’ মেশিন উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আকিজ বোর্ড-এর ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ খোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।