ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আরও পেছানোর দাবি জানাতে নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যাবেন তারা।
আজ মঙ্গলবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন পেছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে আগামীকাল দুপুর ১২টায় ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৬ তারিখ প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়।’
সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলার সময় সুলতান মোহাম্মদ মনসুর, আবদুল মালেক রতনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।