ঢাকা: বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এ তথ্য জানা যায়।
মন্ত্রিসভার একজন সদস্য এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আগামী ৩ ডিসেম্বর এই সরকারের মন্ত্রিসভার শেষ মিটিং। তবে এই বৈঠকে চারজন টেকনোক্র্যাট মন্ত্রী নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আ.লীগের নির্বাচনি ইশতেহারে তরুণ ভোটারদের গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধামন্ত্রী আরও বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা মনোনয়ন পেয়েছেন তারা জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করুন। মানুষের কাছে যান। তাদের কথা জানুন।