ছবি: সংগৃহীত 

ইন্দোনেশিয়ার সান্দা প্রণালীতে সুনামির আঘাতে অন্তত ৬২ জনের মৃত্যু ও ৫৮৪ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে। সুনামিতে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুনামির ফলে সাগরের নিচে ভূমিধসের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ভারত মহাসাগরের জাভা সাগরে জাভা ও সুমাত্রার মধ্যে সান্দা প্রণালী অবস্থিত।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
সান্দা প্রণালীতে থাকা কোনো আগ্নেয়গিরির কারণেই এই সুনামির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে উত্তপ্ত লাভা ভূগর্ভে যে চাপের সৃষ্টি করে তাতেই এই সুনামির সৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here