নিউজ বাংলা ডেস্ক : মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ থেকে কার্যকর নতুন ওষুধ ব্যবহার শুরু করবে। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বুধবার নগরভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মেয়র বলেন, উড়ন্ত মশক নিধনের জন্য চীন থেকে আমদানি করা উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাডাল্টি সাইট (মেথালিয়ন) ব্যবহার করা হবে। নতুন ওষুধ আগের চেয়ে অধিক কার্যকর। নতুন ওষুধটি মাঠপর্যায়ে (ফিল্ড টেস্ট) এবং গবেষণাগারে পরীক্ষা (ল্যাব টেস্ট) করে কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।
ওষুধটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং বিভিন্ন দেশে মশা নিধনে ব্যবহৃত হয়। তিনি বলেন, এখন থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের (আইভিএম) আওতায় বছরের ৩৬৫ দিন এডিস মশা নির্মূলে কাজ করবে। কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে ভিডিও কনফারেন্সের প্রসঙ্গ তুলে আতিকুল ইসলাম বলেন, অতীন ঘোষ রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন।
পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যা রাজনৈতিক সদিচ্ছারই প্রতিফলন। তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে জনগণকে সচেতন করছেন। ইতিমধ্যে প্রায় ১ লাখ ২ হাজার বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বাড়ির মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়র আতিকুল ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের পরিবারের কাছে ক্ষমা চান