Bnpনিউজবাংলা প্রতিবেদক: আরো আটজন পেয়েছেন ধানের শীষের মনোনয়ন। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে ওই আটজনের নাম জানানো হয়। চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, খন্দকার আবু আশরাফ (ঢাকা-১), নবীউল্লাহ নবী (ঢাকা-৫), গণফোরামের সুব্রত চৌধুরী (ঢাকা-৬), আবু বকর সিদ্দিক সাজু (ঢাকা- ১৪), মোহাম্মদ ইউনুস (কুমিল্লা-৫), আবু সুফিয়ান (চট্টগ্রাম-৮), আবদুল হামিদ ডাবলু (মানিকগঞ্জ-১), ফাহিম চৌধুরী (শেরপুর-২)।

গত শুক্রবার ২০৬টি আসনে মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের জন্য এখন পর্যন্ত ৫৭টি আসন ছেড়েছে বিএনপি।

এরমধ্যে ২০ দলীয় জোটের শরিকদের ৩৮ আর ঐক্যফ্রন্টের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ১৯টি আসন। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থীরা ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে লড়বেন। কেবল ২০ দলীয় জোটের শরিক এলডিপির প্রধান কর্নেল (অব.) অলি আহমদ নিজ দলের প্রতীক ‘ছাতা’ নিয়ে নির্বাচন করবেন। শরিকদের মধ্যে জামায়াতে ইসলামীকে ২২টি আসনে ছাড় দিয়েছে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here