নিউজবাংলা ডেস্ক

কথার ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে।

দ্বিতীয় ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয়ে বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তখন সাকিব ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন।

রোববার ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে বিসিবি ও আকরাম খানকে নিয়ে করা সাকিবের বেশ কয়েকটি মন্তব্যের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।বিসিবি কর্তা-ব্যক্তিদের নিয়ে বিতর্কটা উস্কে দিয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তার চেয়ে ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষে হওয়া সম্ভব না। এমনকি, বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো- বলেও দৃঢ় বক্তব্য দিয়েছেন সাকিব। আলোচনাটা অবশ্য সব সময়ই ছিল মাশরাফিকে নিয়েই। খেলা ছাড়ার পর বিসিবিতে কোনও দায়িত্বে আসবেন ম্যাশ- এমনটাই ধারণা সবার। সমর্থকদের আশা ছিল নড়াইল এক্সপ্রেসকে হয়তো কখনও দেখা যাবে বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে। যদিও, খোদ মাশরাফি কখনওই শরিক হননি এ আলোচনার।

তবে, এবার নিজের ইচ্ছেটা জোরালোভাবেই জানালেন সাকিব আল হাসান।যার রেশ এখনও কাটেনি। ক্রিকেটাঙ্গনের উত্তাপ ছড়ানো পরিবেশের মাঝে সোমবার রাতে দেশে ফিরছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক আপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান। তিনি বলেন, ‘সাকিব আজ রাত দুইটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here