ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আজ সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। সকাল ১০টা থেকে শুরু করে পরদিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এই ফরম বিক্রি চলবে।

এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। চলবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নগদ ৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম কিনতে পারবেন।

রিজভী জানান, পূরণ করা ফরম বুধবার বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। ফরমের সঙ্গে দিতে হবে নগদ ২৫ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here