ঢাকা: আবার সংলাপ চেয়ে রবিবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিস সহকারি মো. আলাউদ্দিন এবং মো. মাসুদুল হাসান।
শনিবার শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা বন্ধের দাবি সংবলিত চিঠি দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ড. কামালের চিঠিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, ৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আবারো সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে।’
‘জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপের বসার ব্যাপারে ইচ্ছুক। এ প্রেক্ষাপটে আমরা মনে করি যে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়া। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ইসির অপেক্ষা করাই শ্রেয়।‘
এদিকে, শনিবার ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে মাহমুদুর রহমান মান্নার পরিবর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন করা হয়। পরে, মির্জা ফখরুল সংলাপের জন্য আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছিলেন।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সংলাপে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।