Newsbangladesk

কঠিন সময় পার করছেন জননন্দিত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলে নিবিড় কুমার কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। এমন সময়ে যে কোনো বাবার পক্ষেই নিজেকে স্থির রাখা কঠিন। আবেগ ধরে রাখতে পারলেন না কুমার বিশ্বজিৎও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে নিজের আহত সন্তান ছাড়াও ওই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নিবিড়ের বন্ধু আরিয়ান, মাহির ও শ্রেয়ার জন্য প্রার্থনা উঠে এসেছে কুমার বিশ্বজিতের লেখায়। পাঠকের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

“জীবন কখনো কখনো অনেক বড় পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে।

নিবিড়ের মতোই বাকি তিনজনকে আমি আমার সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সাথেই আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত।

আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই শোক সহ্য করবার শক্তি দেন। আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার নিবিড়কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবিড় এখনো আইসিইউতে শয্যাশায়ী।

এই আকস্মিক ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি আমার সকল বন্ধু, পরিচিতজন এবং ভক্তদের কাছে নিবিড়ের জন্য দোয়া/আশীর্বাদ কামনা করছি।

আর যারা এরই মধ্যে নিবিড়ের সুস্থতা কামনা এবং আমার পরিবারের এ দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য দোয়া/আশীর্বাদ করেছেন ও করছেন তাদের কাছে আমি চিরঋণী।- কুমার বিশ্বজিৎ”

বর্তমানে নিবিড়ের বাবা কুমার বিশ্বজিৎ ও মা নাঈমা সুলতানা কানাডায় ছেলের পাশে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here