ভালোবাসার গ্রানাইট ফাউন্ডেশন
আমিনা নাজনীন ডানা
এই ঠাসবুনোটের শহরে,
ভালোবাসার গ্রানাইট ফাউন্ডেশন গড়েছি।
জল দিতে তুমি আসবেই।
বাধ্য হবে ভালোবাসতে।
আর তারই চিলেকোঠায় নামবে চাঁদ,
অবগাহনে স্বপ্নবাজ।
জানি, পা ভেজাতে তুমি আসবেই;
বাধ্য হবে জল-জোছনায় নামতে।