
পাতা ঝরা গল্প
এই নাগরিক জীবনের বিষন্নতায়
ডিজেল ধোঁয়ায় ভালোবাসা আজ একাকার।
তবু ঈশান কোণের জমা ছেড়া ছেড়া মেঘে
ভাবনাগুলোকে বৃষ্টি করে ভাসিয়ে দিয়ে
স্তব্ধ রাতের গহীনে
পাতাঝরা গল্পের ভেতরে আঙুল ডুবিয়ে
চিরহরিৎ মন এখনো খোঁজে,
নিভে যাওয়া এক মুঠো ফিকে রোদ।
শতাব্দীর শ্রেষ্ঠ চাঁদের অধিগ্রহণে
ঝাঁকে ঝাঁকে মিছিল করে
একটা ফেরারী স্বপ্নের হাত ধরতে।
তৃষ্ণার মরুতে, উত্তপ্ত বালুর চিৎকারে-
ক’ফোটা হঠাৎ জলের স্পর্শ
এখনো অন্তরে অঙ্কুরিত করে নতুন কিছু।
সময় ডালে ফিরে আসে সবুজ পাতা।