নিউজবাংলা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদে আরো দুই দফা দেশটির ক্ষমতায় থাকার এক আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিন প্রাসাদেই অবস্থান করবেন তিনি।

সোমবার রুশ সরকারি সূত্রের বরাত দিয়ে এই খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে গত মাসে রুশ আইন পরিষদে আইনটি পাস করা হয়।নতুন আইন অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদ শেষ হওয়ার পর পুতিনকে আরো দুই দফা রাশিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয় রুশ আইন পরিষদ।

গত বছর এক গণভোটের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা বিষয়ক নতুন এই আইনের অনুমোদন নেয়া হয়।

এর মাধ্যমে ৬৮ বছর বয়সী চার মেয়াদে দায়িত্ব পালন করা রুশ প্রেসিডেন্টের ৮৩ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুযোগ হলো।

নতুন আইনে অবশ্য বলা হয়েছে, ভবিষ্যতে কেউ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দুই বারের বেশি মেয়াদে দায়িত্বে থাকতে পারবেন না।

আইনে বলা হয়, ৩৫ বছর বয়সী রাশিয়ায় স্থায়ীভাবে ২৫ বছরের বেশি বাস করা যে কোনো নাগরিক দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে তার অন্য কোনো দেশে নাগরিকত্ব বা বসবাসের অনুমতিপত্র থাকতে পারবে না।

আইনে অবশ্য রুশ প্রেসিডেন্টের আগের ও বর্তমান মেয়াদকে ধরা হয়নি।

এর আগে ২০০০ সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন। মাঝে ২০০৮ সালে চার বছর মেয়াদে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১২ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

সূত্র : রয়টার্স ও আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here