নিউজবাংলা ডেস্ক 

জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে রাতের অন্ধকারে মুসল্লিদের ওপর ইহুদিবাদী সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি।

সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান। এখানে হামলা চালানো একটি নিন্দনীয় ঘটনা। খবর আরব নিউজের।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা শনিবার সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এ মন্তব্য করেন।

আল আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

তাহা বলেন, জেরুজালেম আল কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ ও ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। আর এই শহরে অবস্থিত আল আকসা মসজিদও পুরোটা ফিলিস্তিনের অংশ এবং মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

তিনি ওই মসজিদে রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here