নিউজবাংলা ডেস্ক:
‘ইটস ফিঙ্গার লিকিং গুড’—এখন থেকে এই স্লোগান বন্ধ রাখবে বৈশ্বিক ফাস্টফুড জায়ান্ট কেএফসি। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা একেবারেই আলাদা একটি পরিস্থিতিতে রয়েছি। এখন কেএফসির এই স্লোগান সময়ের সঙ্গে যাচ্ছে না।’ ইতিমধ্যে প্যাকেজিং লেখাটি ঘোলা করে দিয়ে পরিবর্তন করেছে কেএফসি। সবকিছু ঠিক হলে আবার এই স্লোগান ফিরে আসবে বলে জানিয়েছে তারা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, এই স্লোগান পরিবর্তনের প্রয়োজন ছিল না কেএফসির। কারণ খাবারটি মানুষ নিজের হাত দিয়েই খাচ্ছে। অবশ্য করোনা সংক্রমণের শুরু থেকে কেএফসির এই স্লোগান নিয়ে আলোচনা শুরু হয়। মার্চ মাসে বিজ্ঞাপন মান নিয়ে কাজ করা কর্তৃপক্ষ কেএফসির এই স্লোগানের বিরুদ্ধে ১৬৩টি অভিযোগ পায়। করোনার সময় আঙুল চেটে খাওয়া কতটুকু স্বাস্থ্যসম্মত, এমন অভিযোগ ওঠে।