imran

 

নিউজবাংলা  প্রতিবেদক
নির্বাচন কমিশনকে  (ইসি) গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র গ্রহণের জন্য  নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

আদালতে ইমরান এইচ সরকারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত ৭ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষর উপস্থাপনে গরমিল, স্বাক্ষর জালিয়াতিসহ একাধিক অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ইমরান এইচ সরকার। মনোনয়নপত্র বাছাইকালে ২ ডিসেম্বর ইমরানের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা। পরে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ইমরান এইচ সরকার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমরানের মনোনয়নপত্রে নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ইমরান এইচ সরকার।

কমিশন সূত্র আরো জানায়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম এক শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইমরান এইচ সরকারের এ বিষয়ে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন। কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান এইচ সরকার। রৌমারী, রাজীবপুর ও চিলমারী-এই তিন উপজেলা মিলে কুড়িগ্রাম-৪ আসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here