নিউজবাংলা ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গতকাল শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত জেরুসালেমে বিক্ষোভ দেখিয়েছে কয়েক হাজার মানুষ।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়, চতুর্থ সাধারণ নির্বাচনের দিনকয়েক আগে এই বিক্ষোভ হলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অনেকেই ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

গতকালের বিক্ষোভে অংশ নেয় প্রায় ২০ হাজার মানুষ। মাত্র দুদিন পর অর্থাৎ ২৩ মার্চ নির্বাচন হতে চলেছে। এবারও নেতানিয়াহুর দল সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিভিন্ন জরিপে সে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থকরা মনে করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় আরববিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এসব কারণে ইসরায়েলের বাসিন্দারা নেতানিয়াহুর দলকে বিপুল ভোটে বিজয়ী করবে।

তবে ঘুষ নেওয়া, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ করেছে বিরোধীদলগুলো।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here