নানান আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ আয়োজন করে। ৩ জানুয়ারি রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৪ টি বিভাগ, নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবারে স্নাতক ও স্নতকোত্তর শ্রেণীতে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ সুবিধা সম্পর্কে ধারনা দেয়া হয়।
এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য শেলী এ মুবদি ও ড. সাইদুর রহমান লস্কর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ। বিজ্ঞপ্তি