ময়মনসিংহ: বেকারত্ব দূর করে দারিদ্র কমিয়ে আনতে ও উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ আহবান জানান তিনি।

এরা আগে, ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ১০১টি উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন এবং ৯৪টি উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

জনসমাবেশ স্থলে প্রধানমন্ত্রী পৌছালে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান ময়মনসিংহবাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই কাজ করছে তাঁর সরকার। সকল ঘুষ, অরাজকতা, সন্ত্রাসী কর্মকান্ড থেকে দেশকে মুক্ত করা হয়েছে। উন্নত জীবন পেয়েছে প্রতিটি মানুষ। আর ময়মনসিংহকে বিভাগ করার পাশাপাশি এই সব উন্নয়ন প্রকল্প এই নতুন বিভাগের জনসাধারণের জন্য তাঁর পক্ষ থেকে উপহার।
এছাড়াও আগামীতে ময়মনসিংহে একটি আলাদা শিক্ষাবোর্ড, একটি বিভাগীয় স্টেডিয়াম এবং নভোথিয়েটার নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ বিভাগে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নির্মাণের কথাও জানান তিনি। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সড়ক উন্নয়নে নেয়া প্রকল্পের চিত্র জনগণের কাছে তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, ৪০ ভাগ থেকে ২১ ভাগে দেশের দারিদ্র্যতা নেমে এসেছে। আরও পাঁচ ভাগ কমিয়ে আনতে দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলেই তা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী। সমাজে উন্নয়ন থেকে একটি মানুষও বাদ পড়বেনা বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হবে। বিভাগের সকল সুযোগ সুবিধা পেতে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। কেউ বেকার থাকবে না, কর্মসংস্থানে সৃষ্টি করতে সহায়তা করবে সরকার। ২১০০ সালের ডেল্টা প্লানকে বাস্তবায়িত করতে প্রয়োজন জনসমর্থন। তাই সরকারের ধারাবাহিকতা ধরে রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here