নিউজ বাংলা ডেস্ক :
প্রথম ধাপে রোববার দেশের বিভিন্ন জেলায় ৭৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ১০টা পর্যন্ত যেসব উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- হবিগঞ্জ সদর উপজেলা: আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতাচ্ছিরুল ইসলাম (আনারস),
লাখাই উপজেলা : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুশফিউল আলম আজাদ (নৌকা), চুনারুঘাট উপজেলা: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির লস্কর (নৌকা), মাধবপুর উপজেলা: স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ শাহজাহান, বাহুবল উপজেলা: স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), নবীগঞ্জ উপজেলা: আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), বানিয়াচং উপজেলা: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কাশেম চৌধুরী (নৌকা),
আজমিরীগঞ্জ উপজেলা: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মর্তুজা হাসান (নৌকা), সুনামগঞ্জের ৯টি উপজেলার মধ্যে সদরে নৌকার প্রার্থী খায়রুল হুদা চপল, তাহিরপুরে নৌকার প্রার্থী অরুনাসিন্দু বাবুল, দক্ষিণ সুনামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ বিজয়ী হয়েছেন।
এদিকে নীলফামারী জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টিতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। ডোমার উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ডিমলা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী তবিবুল ইসলাম, সৈয়দপুরে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোখছেদুল মোমিন, কিশোরীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম বারী পাইলট বিজয়ী হয়েছেন। ওদিকে লালমনিরহাটের কালীগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও কালাইয়ে নৌকার প্রার্থী মো. মিনফুজুর রহমান মিলন বিজয়ী হয়েছেন।
mk/03/11/01