ঢাকা:বর্তমান সরকারের শেষ একনেক সভায় রেকর্ড ৩৯ টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।

রবিবার বিকেলে, রাজধানীর শের-ই বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ অনুমোদন দেয় একনেক।

এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৮৬ হাজার ৬৮৬ কোটি ৯৫ লাখ টাকা। যা চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দের তিন এক ভাগের এক ভাগ।

এর আগে ১৪৯ টি সভা করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এসব সভায় ১ হাজার ৩২১টি প্রকল্প অনুমোদন পেয়েছে। যার বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ১০ হাজার ৮৬৭ কোটি ৬৬ লাখ টাকা। আজকের অনুমোদিত প্রকল্পসহ এ সরকারের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬০ টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here