নিউজবাংলা ডেস্ক :
সরকারের পদত্যাগে এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন এবি পার্টি । রাষ্ট্র মেরামতে সব দলের ঐকমত্য প্রতিষ্ঠার আহবান জানিয়ে আগামী শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)।
বুধবার ১২ টায় ঢাকার বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ও উপস্থিত সংবাদ কর্মীদের সামনে এক মিডিয়া ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।
দলের যুগ্ম আহবায়ক অ্যাড. তাজুল ইসলামের সঞ্চালনায় এবি পার্টি’র আহ্বায়ক সাবেক জনপ্রশাসন সচিব এএফএম সোলায়মান চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবির প্রতি আমার বাংলাদেশ পার্টি সংহতি প্রকাশ করছে। সেই সাথে এবি পার্টি রাষ্ট্র মেরামতের রূপরেখা নির্ধারণ করে তা বাস্তবায়নে সকল দলের ঐক্যমত প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, এবি পার্টি আগামী শনিবারে ইউরোপীয় ইউনিয়নের সফররত মিশনের সাথে বৈঠকেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের ব্যাপারে গুরুত্ব আরোপ করবে।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ২০১৪ সাল থেকে পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার কারনে রাষ্ট্রের সকল পর্যায়ে আজ জবাবদিহিতা বিহীন ফ্যাসিবাদ কায়েম হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশের মাথা আজ এতটাই হেট হয়ে গেছে যে, আমাদের গণতন্ত্র, ভোট ব্যবস্থাপনা, মানবাধিকার ইত্যাদির কারণে ভিসা নিষেধাজ্ঞা সহ নানা ধরনের স্যাংশন ঝুলে আছে জাতির গলায়। তিনি আগামী ১৪ জুলাই, শুক্রবার বিকেল তিনটায় বিজয়-৭১ চত্ত্বরে এবি পার্টি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির মধ্য দিয়ে নতুন ধারার আন্দোলনের সূচনা হবে বলে জানান।
মিডিয়া ব্রিফিংয়ে গনতান্ত্রিক মুক্তি আন্দোলন ও সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের সুচিকিৎসা ও পুণর্বাসনে যথাসাধ্য ভূমিকা রাখার অঙ্গীকার পূণর্ব্যাক্ত এবং রাজনৈতিক ও গায়েবী মামলায় আটক সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি দাবি জানানো হয়।
মিডিয়া ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এম আমজাদ খান, শাহাদাতুল্লাহ টুটুল, এবি ওয়াহেদ, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির, অ্যাড. আলী নাসের খান, আব্দুল হালিম নান্নু, সুলতানা রাজিয়া, শীলা আক্তার আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, সুমাইয়া শারমিন ফারহানা, কেফায়েত হোসেন তানভীর, প্রকৌশলী গাজী সাবের, ছাত্রনেতা মোহাম্মদ প্রিন্স প্রমুখ।