নিউজবাংলা ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় রক ব্যান্ড বিটিএস। তবে জনপ্রিয়তায় শুধু কোরিয়া বা এশিয়া নয়, তাদের বিচরণ বিশ্বব্যাপী। চলতি বছর ভক্তদের জন্য নতুন চমক দিয়ে যাত্রা শুরু করলো ব্যন্ড দলটি। জাপানিজ রক ব্যন্ড ‘ব্যাক নাম্বার’ এর সঙ্গে কোরিয়ান সিনেমা ‘সিগন্যাল-এ ‘ফিল্ম আউট’ শিরোনামের একটি গান করেছে তারা।

খুব শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে বিটিএস-ব্যাক নাম্বারের এই গানটি। তবে এর আগেও বিটিএসের সদস্য জংকুকের সঙ্গে কাজ করেছেন ব্যাক নাম্বরের ভোকাল আইওরি শিমিজুর।

এই গানটির সুর নিয়েও কাজ করেছেন তারা দুজন। স্বাভাবিকভাবেই গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রয়েছেন গানপ্রেমীরা।

ইতিমধ্যেই ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) গানটি নিয়ে একটি সংক্ষিপ্ত মতামত আপলোড করেছে দক্ষিণ কোরিয়ার এই পপ ব্যান্ড।

প্রসঙ্গত, ২০০৪ সালে জাপানের ইয়রি সিমিজু গুনামা অঞ্চলে গঠিত হয় ‘ব্যাক নাম্বার’। বর্তমানে ব্যান্ডটিতে রয়েছেন ইয়রি সিমিজু, কাজুয়া কজিমাকজুমা, হিসিয়াসি কুরিহারা। ২০১৭ সালে তারা বিটিএসের সঙ্গে তাদের অ্যালবাম ‘ম্যাপ অফ দ্য সউল সেভেন’ নিয়ে প্রথম কাজ শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here