বিনোদন ডেস্ক :
বলিউড তারকা টাবুর সর্বশেষ অভিনীত ছবি ‘আন্ধাধুন’ এবং ‘দে দে পেয়ার দে’। এই দুটো ছবিই বক্স অফিস ও সমালোচক উভয়ের কাছ থেকে বয়ে এনেছে সুখবর। এবার বলিউড তারকা টাবু পর্দা ভাগ করবেন। জানা যায়, বলিউড অভিনেত্রী কঙ্গনার সঙ্গে ‘ঢাকাড়’ নামের একটি ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন টাবু। এবার ধীরস্থির স্বভাবের টাবুকে দেখা যাবে মারামারি করতে। ডেকান ক্রনিকলে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে টাবুর নিকটতম এক সূত্র জানিয়েছে, হ্যাঁ, টাবু হয়তো শান্ত স্বভাবের। কিন্তু যেকোনো চরিত্র তিনি খুব গুরুত্বের সঙ্গে নেন। শোনা যাচ্ছে যে টাবুকে ‘ঢাকাড়’ সিনেমায় দেখা যেতে পারে।
এটা শোনা যাচ্ছে, কারণ এই ছবিতে মারপিটে পারদর্শী একটা চরিত্র দরকার। আর সেই চরিত্রটার জন্য টাবুকে বলা হয়েছে। নতুন এ ছবিতে টাবুর চরিত্রটি নাকি কঙ্গনার মতোই সমান গুরুত্বপূর্ণ। ‘ঢাকাড়’ ছবির কাহিনি লিখেছেন চিন্তন গান্ধী ও রিনীশ রবীন্দ্র। ছবিটি পরিচালনা করবেন রজনীশ রাজি ঘাই। যৌথভাবে প্রযোজনা করবে সোহেল মাকলাই প্রোডাকশনস, অ্যাসাইলাম ফিল্মস এবং কুইকি ডিজিটাল মিডিয়া।