নিউজবাংলা ডেস্ক
বিভিন্ন দল ও সংগঠনের ৩০ নেতাকর্মী আজ আমার বাংলাদেশ পার্টিতে(এবি পার্টি) যোগদান করেছেন। পার্টির সেন্ট্রাল জোন আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা যোগদান করেন। সেন্ট্রাল জোনের সমন্বয়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি দলের যুগ্ম আহবায়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. তাজুল ইসলাম, সহকারী সদস্য সচিব ব্যারিষ্টার সানি আব্দুল হক, আব্দুল্লাহ আল মামুন রানা ও শাহ আব্দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা আমিরুল ইসলাম নুর, জাহাঙ্গীর আলম, শামসুল আলম, তাজুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও সাংবাদিক মাহমুদা আক্তার আসমার নেতৃত্বে নেতা-কর্মীরা কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারে এবি পার্টির লক্ষ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে ফুলের তোড়া দিয়ে এবি পার্টিতে যোগদান করেন।
যোগদানকৃতদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, আজ দেশের মানুষের অধিকার নাই, সাধারণ মানুষ নিজেরাও তার অধিকার প্রতিষ্ঠা করতে পারছেনা। আমরা বাংলাদেশকে একটি কল্যানরাষ্ট্রে পরিণত করার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, নবাগত সবাইকে এবি পার্টিতে স্বাগত জানাই। কিন্তু মনে রাখতে হবে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি, শত রকমের মন্তব্য বক্তব্য আমাদের সইতে হবে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা শুধু নবাগতদের একটাই আশাবাদ শোনাতে চাই, তাহলো আমরা দল গঠন করেছি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা আস্থা রাখেন ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে কল্যানকর হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
ব্যারিষ্টার সানি আব্দুল হক বলেন, একটি নিশ্চিত জীবন যাত্রা ছেড়ে দেশে এসেছি রাষ্ট্র পুনর্গঠনের উদ্যেশ্যে। আজ নিজেকে ধন্য মনে করছি আপনাদের মত ভাইদের এই পার্টিতে পেয়ে। নবাগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শাহ আব্দুর রহমান নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, আপনারাই এ পার্টির প্রাণ। নতুন রাষ্ট্র গঠনে আপনাদেরকেই মূখ্য ভূমিকা রাখতে হবে।
এ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, আমরা কোভিড মহামারীতে পার্টি গঠন করেছি, কারন কোভিডে শুধু মানুষ আক্রান্ত নয় দেশও আক্রান্ত। দেশকে বাচাতে নতুন রাজনীতির কোন বিকল্প নাই।
সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, আমার বাংলাদেশ পার্টি ঢাকার সকল প্রান্তে ছড়িয়ে পড়বে আপনাদের প্রচেষ্টায়। আপনাদেরকে সাথে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম চলবে এই রাষ্ট্র পুনর্গঠনের আগ পর্যন্ত।
আরো বক্তব্য রাখেন সেন্ট্রাল জোনের সংগঠক আব্দুল হালিম নান্নু, বিশারত আলী, গাজী নাসির, মিনহাজুল আবেদীন শরীফ, নুসরাত তামান্না ফারুকী ও সুলতানা রাজিয়া। নবাগতদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা আমিরুল ইসলাম নুর, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. রফিকুল ইসলাম, যুবদল নেতা উজ্জ্বল হোসেন, বিশিষ্ট সাংবাদিক মাহমুদা আক্তার আসমা, জাহাঙ্গীর আলম, শামসুল আলম, তাজুল ইসলাম মুকুল, বিএনপি নেতা শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি