নিউজবাংলা ডেস্ক:

এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক উত্তরবঙ্গের গণমানুষের নেতা আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু মঙ্গলবার সকাল ৮ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল সাড়ে ১১ টায় রংপুর শহরের রবার্টসনগঞ্জে, বাদ আসর বিকেল ৫ টায় পাটগ্রাম সদরে এবং বাদ এশা রাত ৮ টায় মরহুমের গ্রামের বাড়ী বুড়িমারী বন্দরে তাঁর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এরশাদ হোসেন সাজু’র আকস্মিক ইন্তেকালে উত্তরাঞ্চল তথা এবি পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির আহবায়ক সাবেক সচিব জনাব এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এক শোকবার্তায় তাঁরা বলেন এরশাদ হোসেন সাজু ছিলেন এবি পার্টির একজন প্রথম সারির নেতা ও প্রতিষ্ঠিতা। তিনি রংপুর অঞ্চলের গণমানুষের সেবক ছিলেন। তাঁর মত উদার, ধার্মিক ও মানবতাবাদী মানুষ খুবই বিরল। এরশাদ হোসেন সাজু ছিলেন জাতীয় পর্যায়ের প্রথম শ্রেনীর একজন ফুটবল খেলোয়াড়। তাঁর পৈত্রিক ভূমিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টর প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের পুরো পরিবার ছিল মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতার জন্য নিবেদিত। কৃষি ও বাণিজ্যের দিক থেকে জনাব সাজু ছিলেন একজন বড় মাপের ব্যবসায়ী ও উদ্যোক্তা। হাজার হাজার কৃষক-শ্রমিক নিয়ে ছিল তাঁর তাঁর নানা সামাজিক ও সেবামূলক কর্মকান্ড। লালমনিরহাট জেলা বিশেষ করে পাটগ্রাম- হাতীবান্ধার দল-মত নির্বিশেষে সকল মানুষদের তিনি ছিলেন হৃদয়ের মানুষ। জনাব সাজু’র মৃত্যুতে আমরা আমাদের একজন নিবেদিত প্রাণ অভিভাবককে হারালাম। নামাজরত অবস্থায় তাঁর মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করার জন্য নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এজন্য তাঁরা দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন। তার পরিবারকে শোক সইবার শক্তি দেন। নেতৃবৃন্দ তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here