নিউজবাংলা ডেস্ক
মঙ্গলবার সকালে চলমান নিবন্ধন আবেদন যাচাইবাছাই’র অংশ হিসেবে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় দপ্তর পরিদর্শনে আসেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। পূর্ব নির্ধারিত এই পরিদর্শন টীমের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনীর হোসাইন খান; টীমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রমনা থানার নির্বাচন কর্মকর্তা শাহনাজ আক্তার, গুলশান/বাড্ডা থানার নির্বাচন কর্মকর্তা ইকরামুল হাসান, মতিঝিল থানার নির্বাচন কর্মকর্তা আফরোজ পারভীন এবং নির্বাচন কমিশনে কর্মরত সহকারীবৃন্দ।
পরিদর্শনকালে নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রীয় অফিসের অস্তিত্ব ও কার্যকারিতার প্রামানিক দলিল দেখতে চান। এসময় তাদেরকে সকল প্রামানিক দলিল সরবরাহ করেন ও সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেন নিবন্ধন সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার যুবায়ের আহমেদ ভূইয়া। দলের গঠনের প্রেক্ষাপট তুলে ধরে ব্রিফ করেন সদস্যসচিব মজিবুর রহমান মন্জু। দলের আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী দলে যোগ দেবার ও নিবন্ধন কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আবেদন জমা দেয়া পর্যন্ত কর্মযজ্ঞের একটি বিবরন দেন।
পরিদর্শনকালে দপ্তরে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহবায়কবৃন্দ প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাড. তাজুল ইসলাম, আনিছুর রহমান কচি, দলের যুগ্ম সদস্য সচিববৃন্দ ব্যারিষ্টার আসাদুজ্জামান ফু্য়াদ, ব্যারিষ্টার যুবায়ের আহমেদ ভূইয়া, বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সচিববৃন্দ আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগরী উত্তরের আহবায়ক আলতাফ হোসেন, সহকারী সদস্য সচিব ব্যারিষ্টার সানী আব্দুল হক, শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান, আনোয়ার ফারুক, শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ।