নিউজবাংলা ডেস্ক:
কিলিয়ান এমবাপ্পে যেন পাথরে গড়া মূর্তি হয়ে গেলেন হঠাৎ। চারপাশে হচ্ছিল অনেক কিছু, কেউ উল্লাসে মেতেছেন, কেউ হতাশায় দুহাতে মাথা ঢেকে রেখেছেন, কেউবা তখনো ঠাওর করে উঠতে পারছিলেন না কী হলো! এর মাঝে নির্বিকার এক ভাব মুখে এঁটে দাঁড়িয়ে রইলেন একটু দূরে দাঁড়িয়ে। কাল রাতে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পিএসজির হেরে যাওয়াটা কোনোই আঁচ ফেলেনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ফুটবলারের মাঝে।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এসব রাখঢাকে গেলেন না। শেষ বাঁশি বাজার পর পরই নেইমার মাথা ঝুলিয়ে দাঁড়িয়ে গেলেন। এমনই অবস্থা যে, দলের শিরোপা উৎসব বাদ দিয়ে বায়ার্ন ডিফেন্ডার ডেভিড আলাবা গেলেন নেইমারকে সান্ত্বনা দিতে। টানা কয়েক মিনিট ধরে নেইমারকে শান্ত করার চেষ্টা করেও কাজ হলো না। এমনকি বায়ার্ন কোচ প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে কোচিং করাতে এসে শিরোপা জেতার মতো কীর্তি গড়ার আনন্দের মাঝেও চলে এলেন নেইমারের কাছে। মাঠের মাঝে দাঁড়িয়ে এমন এক তারকা কান্নাকাটি করলে ওটাই যে স্বাভাবিক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর একটু ধাতস্থ হতেই অবশ্য ধৈর্যের প্রতিমূর্তি খেলাইফি, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। দারুণ এক মৌসুম কাটিয়েছি, দারুণ টুর্নামেন্ট খেললাম। কেউ ভাবেনি আমরা ফাইনাল খেলব। জেতার খুব কাছাকাছি ছিলাম কিন্তু এটাই ফুটবল। আগামী মৌসুমে আবার চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব কারণ এটাই আমাদের লক্ষ্য।’
নেইমার সেটা করে দেখাতে পারেননি। নিজে ভালো খেলেননি। আগের ম্যাচের ঝলক ফাইনালে দেখানো হয়নি তাঁর। ওদিকে যে কয়েকটা সুযোগ বানিয়ে দিয়েছেন, সেগুলোও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও অ্যাঙ্গেল ডি মারিয়া। দুই মহাতারকার ব্যর্থতা আড়াল করতে চেয়েছেন কোচ টুখেল। বলেছেন, ‘আমরা চাই নেইমার ও কিলিয়ান গোল করুক কিন্তু সব সময় তো সেটা আশা করতে পারেন না। আমি গর্বিত কারণ “নেই” খুবই দারুণ ম্যাচ খেলেছে, সে তার মানসিক শক্তি দেখাতে পারছে। কিলিয়ানের জন্য কাজটা কঠিন ছিল, খুবই বাজে একটা চোট পেয়েছিল, অনেক অনুশীলন করতে পারিনি। সে আমাদের সঙ্গে আজ মাঠে ছিল, এটাই অলৌকিক।’
টুখেল তাঁর তারকাদের বাঁচানোর চেষ্টা করছেন চোট ও ভালো খেলার আড়ালে। কিন্তু শেষ পর্যন্ত লেখা থাকবে, ২০২০ চ্যাম্পিয়নস লিগ পিএসজি নয়, বায়ার্ন মিউনিখ জিতেছে। আর এ ব্যর্থতার দায়টা নেইমারের ঘাড়েই পড়বে। আলাবা, টুখেল কিংবা খেলাইফিদের সান্ত্বনার কি সে শক্তি আছে নেইমারের কান্না থামানোর!