ন্রিউজবাংলা২৪ ডেস্ক: রাজিশাহাীু-৪ আসনের এমপি এনামুলকে স্বামী দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এক নারী। লিজা আকতার আয়েশা নামের ওই নারী নিজেকে এমপির স্ত্রী দাবি করছেন। তার বাড়ি নগরীর তেরোখাদিয়া এলাকায়। এর আগে তার সঙ্গে এমপি এনামুলের একাধিক ছবিও ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এমপি এনামুল হক অবশ্য দাবি করেছেন, ওই নারীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। আইনগতভাবে ডিভোর্সও হয়েছে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here