নিউজবাংলা ডেস্ক:
বল বৃষ্টিপাতে রাজধানী সান সালভাদরের কাছাকাছি ভয়ংকর ভূমিধসের পর শুক্রবার ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৩৫ জন নিখোঁজ রয়েছে।
“এটি একটি ট্রাজেডি” এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী মারিও ডুরান বলেন, ভূমিধসে কাদামাটিতে চাপা পড়া ৯ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে, এই কাদামাটিতে ৪ কিলোমিটার এলাকা ঢেকে গেছে। তিনি বলেন, রাতে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের পরিমাণ ১৩৩ মিলিমিটার (৫ ইঞ্চি), এতে ভূমিধসে ১৩৫ টি বাড়ি চাপা পড়েছে এবং ৩৫ জন এখনো নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, ফায়ার কর্মী, পুলিশ ও আর্মির প্রায় ৩শ’ সদস্য নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী রেনে ফ্রান্সিস মেরিনো বলেছেন, অনুসন্ধানী কুকুরসহ আর্মির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
নিজাপা শহরের মধ্যে দিয়ে যাওয়া রাজধানীর সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের যোগাযোগের প্রধান মহাসড়কটি কাদামাটি, পাথরের বোল্ডার ও পানিতে ঢেকে গেছে। শহরটিতে ৩০ হাজার লোকের বসবাস ।