ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত যারা দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন:

ঢাকা বিভাগ
শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), সৈয়দ অাশরাফুল ইসলাম ও মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), শাজাহান খান (মাদারীপুর-২), আসলামুল হক আসলাম (ঢাকা-১৪), সাদেক খান (ঢাকা-১৩), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), ডা. এনামুর রহমান (ঢাকা-১৯), ড. আব্দুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), নূর ই আলম চৌধুরী (মাদারীপুর-১), নজরুল ইসলাম বাবু, (নারায়ণগঞ্জ-২), জিল্লুর হাকিম (রাজবাড়ি-২), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), মেহের অাফরোজ চুমকি (গাজীপুর-৫), কাজী কেরামত অালী (রাজবাড়ী-১), হাজী মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), মৃনাল কান্তি দাস (মুন্সিগঞ্জ-৩), অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), ইলিয়াস উদ্দিন মোল্লাহ (ঢাকা-১৬), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), অাতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), কর্নেল (অব.) ফারুক খান (গোপালগঞ্জ-১)।

চট্টগ্রাম বিভাগ
ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), এবিএম ফজলে করিম (চট্টগ্রাম-৬), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪), এ কে এম শাহজাহান কামাল (লক্ষীপুর-৩), ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), র অা ম উবায়দুল মুকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), রাজি মো. ফখরুল (কুমিল্লা-৪), মামুনুর রশীদ কিরণ (নোয়াখালী-৩), মহিউদ্দীন খান আলমগীর ও গোলাম রহমান (চাঁদপুর-১), অাবু রেজা মোহাম্মদ নদভী (চট্টগ্রাম-১৫)।

আওয়ামী লীগের মনোনয়নের চিঠি নিয়ে বের হয়ে যাচ্ছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। ছবি: বাংলানিউজরাজশাহী বিভাগ
প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), আয়েন উদ্দিন (রাজশাহী-৩), জুনাইদ অাহমেদ পলক (নাটোর-৩), শামসুল হক টুকু (পাবনা-১), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২) তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪), অাবদুল মমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), মকবুল হোসেন (পাবনা-৩), মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (নওগাঁ-৪), ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫)।

খুলনা বিভাগ
সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), রণজিত কুমার রায় (যশোর-৪), অালী অাজগর টগর (চুয়াডাঙ্গা-২), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), অা ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), মো. মোজাম্মেল হোসেন (বাগেরহাট-৪), মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩)।

বরিশাল বিভাগ
অামির হোসেন অামু (ঝালকাঠি-২), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), পঙ্কজ দেবনাথ (বরিশাল-৪), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১)।

সিলেট বিভাগ
ড. এ কে অাবদুল মোমেন (সিলেট-১), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২)।

রংপুর বিভাগ
শেখ হাসিনা (রংপুর-৬), মাহবুব আরা গিনি (গাইবান্ধা-২), মো. ফজলে রাব্বী মিয়া (গাইবান্ধা-৫), অাবুল কালাম অাহসানুল হক ডিউক চৌধুরী (রংপুর-২), জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), মজহারুল হক প্রধান (পঞ্চগড়-১)।

ময়মনসিংহ বিভাগ
ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪), মতিয়া চৌধুরী (শেরপুর-২), আতিউর রহমান অাতিক (শেরপুর-১), এ কে এম ফজলুল হক (শেরপুর-৩), মোসলেম উদ্দীন (ময়মনসিংহ -৬), মানু মজুমদার (নেত্রকোণা-১) , আশরাফ আলী খান খসরু (নেত্রকোণা-২), অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), রেবেকা মমিন (নেত্রকাণা-৪), ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোণা-৫), অাবুল কালাম অাজাদ (জামালপুর-১)।

আওয়ামী লীগ নেতাদের মনোনয়নের চিঠি দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজচিঠি নিয়ে বের হয়ে যাওয়ার সময় আসলামুল হক আসলাম সাংবাদিকদের জানান, দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে, কুমিল্লায়ও এ জোয়ার বইছে। আমাদের বিজয় নিশ্চিত।

এদিকে, মনোনীতদের চিঠি দেওয়া উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হন মনোনয়নপ্রত্যাশীদের অনুসারী নেতাকর্মীরা। গোটা এলাকায় উৎসবমুখর আমেজ তৈরি হয়। মনোনীতরা কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে উল্লাস প্রকাশ করতে থাকেন তারা। এসময় নৌকার পক্ষে স্লোগান মুখরিত করে তোলে চারপাশ।

গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এতে মোট আয় হয়েছে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here