ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে, সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল।
সরকার তার ইচ্ছামত দেশের বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনে যদি গণতন্ত্রকামী মানুষ জয়ী হতে না পারে তাহলে চিরতরে বিচার ব্যবস্থা একটা দলের হাতে চলে যাবে। আমাদের সবাইকে একত্রিত হতে হবে। যেন আমাদের স্বাধীনতা, বাকস্বাধীনতাসহ সবকিছুকে রক্ষা করার জন্য নির্বাচনে জয়ী হতে আন্দোলন করতে হবে।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সব আইনজীবীদের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত হবে।’ বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে গণতন্ত্রের স্বাধীনতা নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সত্য কথা বলায় এবং সত্য রায় দেয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে। তিনি আজ বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘দেশে যখন কেউ প্রতিবাদ করে না, সত্য বলার সাহস করে না, ঠিক তখনই এস কে সিনহা রুখে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। এজন্য তাঁকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে।’
সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এবং গণফোরামের সভাপতি ড. কামালা হোসেন।
মহাসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অনেকেই।