নিজস্ব সংবাদদাতা
ভারত থেকে আসা প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে মত দিয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।
সোমবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে গতকালই এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসকরা এসেছেন। সেটা আমরা রেখে দিয়েছি। দেবী শেঠির মতামত পাওয়ার পর আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। উনিও বলেছেন। আমরা তাদের বলেছি, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য।’
‘সবকিছু তৈরিই আছে। প্রস্তুতি নিতে যে সময়টুকু লাগবে। আশা করি, এক ঘণ্টা বেশি সময় লাগবে না,’ যোগ করেন উপাচার্য।