নিউজ বাংলা ডেস্ক:

সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড স্বয়ংক্রিয় চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব/কর এবং ট্রেজারি চালান সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওমর ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মো. জাহাংগীর আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও, মো. সরওয়ার মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং মো. মোস্তাক মিয়া, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও পিএস টু এমডি। বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here