নিউজবাংলা২৪ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

খবরে বলা হয়, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।

কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এদিকে কিশোরগঞ্জ জেলায় করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালি গ্রামের কৃতী সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here