নিউজবাংলা ডেস্ক:
নেইমার-ডি মারিয়া সহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আগেই। এবার সে তালিকায় যুক্ত হলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী শুক্রবার ফরাসি লীগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচ পিএসজির। তার আগে গুরুত্বপূর্ণ সাতজনের করোনা ভাবিয়ে তুলেছে ফরাসি জায়ান্টদের। এমবাপ্পে মিস করবেন আজকের উয়েফা নেশন্স লীগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ। আগের ম্যাচে সুইডেনের বিপক্ষে এমবাপ্পের একমাত্র গোলে জয় পায় ফ্রান্স। নামতে পারেবন না লীগ ওয়ানে পিএসজির প্রথম তিন ম্যাচেও।
দলের অন্যতম সেরা তারকার করোনা আক্রান্তের খবর পিএসজিকে জানায়নি ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।
সংবাদমাধ্যমের খবরে এমবাপ্পের কভিড-১৯ এ আক্রান্তের খবর জানতে পারে পিএসজি। ফ্রেঞ্চ ফুটবলের এমন ‘দায়িত্বহীনতায়’ চটেছেন পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর লিওনার্দো। ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জেতা এই সাবেক তারকা বলেন, ‘এমবাপ্পের করোনা আক্রান্তের খবর আমরা জেনেছি সংবাদমাধ্যমের খবরে। তারা একটা বিবৃতি দিলেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ফেডারেশনের এমন আচরণ অগ্রহণযোগ্য। এমবাপ্পের সঙ্গে যোগাযোগ করে আমরা বিস্তারিত জেনেছি।’
সাতজন খেলোয়াড় কভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় স্থগিত হতে পারে আগামী শুক্রবারের পিএসজি-লেঁসের ম্যাচটি। ফ্রেঞ্চ ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো দলের চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে স্থগিত করা যেতে পারে ম্যাচ।