নিউজবাংলা২৪ ডেস্ক:  করোনা ভাইরাসে আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্দো হার্নান্দেজ। নিজেই এ কথা জানিয়ে বলেছেন, চিকিৎসা নিচ্ছেন তিনি। এ সময়ে তিনি অফিসে না গিয়ে চিকিৎসাধীন অবস্থায়ই সরকারি দায়িত্ব পালন করবেন। অনলাইন আল জাজিরা বলছে, এ বিষয়ে তিনি টেলিভিশনে ভাষণ দিয়েছেন। হুয়ান ওরল্যান্দো বলেছেন, দেশের প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে আপনাদের আমি জানাতে চাই যে, সাপ্তাহিক ছুটির সময়ে আমি অস্বস্তি বোধ করতে থাকি। এরপর মঙ্গলবার পরীক্ষা করে আমার কোভিড-১৯ ধরা পড়েছে। সংশ্লিষ্টরা আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ অবস্থায় আমি চিকিৎসাধীন থেকে কাজ অব্যাহতভাবে চালিয়ে নেবো আমার সহযোগীদের মাধ্যমে।

উল্লেখ্য, প্রেসিডেন্টের স্ত্রী ও তার দু’জন সহযোগীও করোনা ভাইরাসে আক্রান্ত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here